Bondhu Tomar monta chara lyrics | বন্ধু তোমার মনটা ছাড়া লিরিক্স

Bondhu Tomar monta chara lyrics | বন্ধু তোমার মনটা ছাড়া লিরিক্স

Bondhu Tomar monta chara lyrics  বন্ধু তোমার মনটা ছাড়া লিরিক্স
Bondhu Tomar monta chara lyrics  বন্ধু তোমার মনটা ছাড়া লিরিক্স


Song- Bondhu Tomar monta chara 

Singer- Akash Mahmud & Ibnath Salma

Lyric- Ashique Mahmud

Tune- Md Tipu Sultan & Akash Mahmud 

Music- Akash Mahmud

Choreographer- Gourob GoGo

Make-up- Khalid & Alom

Cam. Asst- Juel, Naim, habibul & hasib

Label- Star T Music

lyric, Mix-master, D.O.P. Edit, Color & Direction- Ashique মাহ্মুদপ


বন্ধু তোমার মনটা ছাড়া লিরিক্স


বন্ধু  তোমার মন টা ছাড়া আর কিছুই নিমু না 

মনটা লইয়া তোমায় আর ফিরাই দিমু না

বন্ধু  তোমার মন টা ছাড়া আর কিছুই নিমু না 

মনটা লইয়া তোমায় আর ফিরাই দিমু না


ভালবাইসা বুকে থাইকো 

অই পরানে ঝুইরা রাইখো উইড়া যাইয়ো না

বন্ধু তোমার মনটা ছাড়া আর কিছুই নিমুনা

মনটা লইয়া তোমায় আর ফিরাই দিমুনা


মনের গাঙ্গে বান আইসাছে তোমায় প্রথম দেইখা

তোমায় বড় আপন লাগে আপন নিজের থাইকা

মনের গাঙ্গে বান আইসাছে তোমায় প্রথম দেইখা

তোমায় বড় আপন লাগে আপন নিজের থাইকা


লাজ সরমের খাইয়া মাথা 

কইলাম তোমায় মনের কথা ব্যাথা দিওনা

বন্ধু তোমার মনটা ছাড়া আর কিছুই নিমুনা

মনটা লইয়া তোমায় আর ফিরাই দিমুনা


আরো বেশি ভাসতে ভালো চাই শুধু তোমারে

তোমায় লইয়া মনের ঘুরি মেঘের উরপে উড়ে

আরো বেশি ভাসতে ভালো চাই শুধু তোমারে

তোমায় লইয়া মনের ঘুরি মেঘের উরপে উড়ে


উতলা করলা আমারে

মনের জাহাজ বিরাও তীরে আর জালাইয়ো না


বন্ধু তোমার মনটা ছাড়া আর কিছুই নিমুনা

মনটা লইয়া তোমায় আর ফিরাই দিমু না

Comments